সব রকম পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, জিএসটি, ই-বিলের প্রতিবাদে ভারত বনধ্ ডেকেছে ব্যবসায়ী সংগঠন

পেট্রোল, ডিজেল, এলপিজি ও সব রকম পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, জিএসটি, ই-বিল, ইত্যাদির প্রতিবাদে সারা ভারত ব্যবসায়ী সংগঠন আগামীকাল শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি ভারত বনধ্ ডেকেছে। দেশের চল্লিশ হাজার ব্যবসায়ী সমিতির ৮ কোটিরও বেশি সদস্য এতে সামিল হচ্ছেন। আজ বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠনের পক্ষে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামীকাল ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় প্রত্যন্ত প্রান্তেও ব্যবসায়ীরা যেন তাঁদের ব্যবসা বন্ধ রাখেন, দোকানপাটের ঝাঁপ না খোলেন এবং কোনোরকম পণ্য কেনাবেচা না করেন।

Your browser doesn’t support HTML5

সব রকম পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, জিএসটি, ই-বিলের প্রতিবাদে ভারত বনধ্ ডেকেছে ব্যবসায়ী সংগঠন

ব্যবসায়ীদের এই ভারত বনধের ডাক সমর্থন করেছে সারা ভারত পরিবহন শিল্প সংগঠনও। তাঁরা জানিয়েছেন, আগামীকাল ভারত বনধ্ তাঁরা যেমন সমর্থন করবেন সেই সঙ্গে তাঁদের নিজেদের তরফেও তাঁরা চাক্কা জ্যাম করবেন। অর্থাৎ কয়েক লক্ষ ট্রাক চলাচল করবে না, কোথাও কোনো যানবাহনও চলতে দেওয়া হবে না। একদিকে কৃষক আন্দোলন চলছে, অন্যদিকে ব্যবসায়ী সংগঠন ও পরিবহন সংগঠনের এই জোড়া প্রতিবাদ আগামীকাল ভারতে নানা জায়গায় স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যথেষ্ট বাধা সৃষ্টি করবে বলে ধরে নেওয়া হচ্ছে।