আজ থেকে ঢাকায় শুরু হয়েছে ভয়েস অফ আমেরিকা ও আর টিভির যৌথ উদ্যোগে “ইলেকশন রির্পোটিং” এর উপর ২দিন ব্যাপি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।অনুষ্ঠান পরিচালনা করেন ভয়েস অফ আমেরিকার ম্যানিজিং এডিটর সরকার কবীরুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সুলতানা কামাল, আর টিভির সিইও সৈয়দ আশিক রহমান, ভয়েস অফ আমেরিকার সাউথ এশিয়ার মার্কেটিং অফিসার মনোজ রয়, এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ।
voa training
VOA Training