কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের দু’দফার ভোট একসঙ্গে করার পক্ষে তৃণমূল কংগ্রেস

কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করার দাবি জানাল তৃণমূল কংগ্রেস। এর আগেও অবশিষ্ট দফাগুলির নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছিল তারা। আজ মঙ্গলবার ফের সেই একই দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হল তৃণমূলের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন এবং পূর্ণেন্দু বসু।

Your browser doesn’t support HTML5

কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের দু’দফার ভোট একসঙ্গে করার পক্ষে তৃণমূল কংগ্রেস

প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্যেতিন দফার ভোট গ্রহণ বাকি। ষষ্ঠ দফার ভোট হবে আগামী বৃহস্পতিবার, ২২ এপ্রিল। তার পর ২৬ ও ২৯ এপ্রিল হবে সপ্তম ও অষ্টম দফার ভোট। কিন্তু বর্তমানে গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও যে ভাবে করোনা সংক্রমণ বেড়েছে তাতে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘ করার বিপক্ষে তৃণমূল। সে জন্যই শেষ দু’দফার ভোট একসঙ্গে করার পক্ষে ঘাসফুল শিবির। সাংসদ প্রতিমা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তৃতা দেওয়ার সময় কমিয়ে দিয়েছেন। তৃণমূলের সভার সংখ্যাও কমানো হয়েছে। আমরা এই মহামারির সময় বাকি দফাগুলির ভোট একসঙ্গে করার দাবি জানিয়েছি কমিশনের কাছে। কমিশন এ ব্যাপারে আশ্বস্ত করেছে।’