তৃণমূল বিধায়ক ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন

তৃণমূল বিধায়ক ও রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে তাঁর বিধায়ক পদত্যাগ করেছেন। এবারেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন। মমতা তাঁর গত দু'বারে জেতা আসন ভবানীপুর ছেড়ে এবারে নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। যদিও তাঁর দল এবারে বিপুল ভোটে জয়ী হয়। মমতা ভোটে হারলেও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

Your browser doesn’t support HTML5

তৃণমূল বিধায়ক ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন

সুতরাং ছ'মাসের মধ্যে তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় আসতে হবে। শোভনদেবের পদত্যাগের পর এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, মমতা তাঁর পুরনো আসনেই উপনির্বাচন লড়তে চান। সে ক্ষেত্রে শোভনদেব অন্য কোনও আসন থেকে হয়তো নির্বাচিত হয়ে আসবেন। এখনও পশ্চিমবঙ্গে ছ'টি বিধানসভা কেন্দ্র উপ নির্বাচন হবে বলে খালি রয়েছে। তার একটি থেকে নির্বাচিত হতে হবে অর্থমন্ত্রী অমিত মিত্রকেও। তিনি এবারের ভোটে দাঁড়াননি।