আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে বিপর্যয়ের ঝুঁকি নেই বলে অভিমত 

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও প্রতিরক্ষা কর্মকর্তারা এখন, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও জোট সেনাদের প্রত্যাহারে বিপর্যয়ের কোন ঝুঁকির উদ্বেগকে বানচাল করে দিয়েছেনI তারা আইনপ্রণেতাদেরকে বুঝিয়েছেন যে, সেনারা চলে গেলে আফগানিস্তান আবারো হামলার এক মঞ্চ হয়ে দাঁড়াবে, এমন ধারণা করার কোন যুক্তি নেইI

আফগানিস্তান সংহতি বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, জালমে খলিলজাদ জাতীয় নিরাপত্তা সাব কমিটিতে বলেন, আমরা অগ্রগতি হাসিল করেছিI অন্য এক শুনানিতে প্রতিরক্ষা কর্মকর্তারা সেনেট আর্মড সার্ভিসেসকে জানান, আমরা সন্ত্রাসী বিরোধী ক্ষমতার পুনঃমূল্যায়ন করেছি এবং ক্ষমতার পুনর্বিন্যাস ঘটিয়ে আফগানদের ক্ষমতা বৃদ্ধি করবোI