প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখন এশিয়া সফর করছেন। হাওয়াই থেকে আমেরিকার মূল ভূখণ্ড থেকে এশিয়ার পথে যাত্রা শুরু করে তিনি প্রথমে জাপানে যান। সেখানে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। উত্তর কোরিয়ার পক্ষ থেকে হুমকীর বিষয়টিই গুরুত্ব পাচ্ছে বেশী। এখন জাপান থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন তিনি এবং সেখানেও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে, উত্তর কোরিয়া আন্তর্জাতিক সমাজের জন্য এক বিপজ্জনক দেশ এবং যেসব দেশ উত্তর কোরিয়াকে সমর্থন করছে তিনি তাদেরও সমালোচনা করেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
Your browser doesn’t support HTML5
প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফরের বিশ্লেষন