প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, আমেরিকার শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থার নেতারা দলীয় স্বার্থে তাদের যে তদন্তের কর্তৃত্ব আছে সে ক্ষমতার অপব্যবহার করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান, রিপাবলিকান দলের ডেভিন নুনাসের লিখিত একটি সরকারী গোপনীয় নথি প্রকাশ করার অনুমতি দেবেন বলে যে আশা করা হচ্ছে তার আগে, শুক্রবার, প্রেসিডেন্ট প্রথম দু’টি টুইট বার্তায় এফবিআই কর্মকর্তা এবং বিচার বিভাগকে তদন্ত প্রক্রিয়ার বিশুদ্ধতায় রাজনীতিকরণ করেছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, "তারা রিপাবলিকানদের বিরুদ্ধে এবং ডেমোক্রেটদের পক্ষ গ্রহণ করেছেন।"