ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযোগ করছেন

Trump Tweets

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার দ্বিতীয় দিনের মত দেশে, মেক্সিকোর সঙ্গে সীমান্ত থেকে অবৈধ অভিবাসীদের প্রবেশের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তিনি বলেছেন অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্র থেকে অপহরণ করছে।

ট্রাম্প অভিযোগ করেন যে প্রায় ১১০০ ব্যক্তি মেক্সিকোর মধ্য দিয়ে উত্তরের দিকে আসছে। তিনি বলেন তারা মধ্য আমেরিকার দেশগুলোর দারিদ্র ও সহিংসতা থেকে পালিয়ে আসতে এবং যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চেষ্টা করবে।

ট্রাম্প টুইট বার্তায় বলেন, লোকজন যাতে দেশে ঢুকতে না পারে মেক্সিকোর সেই ক্ষমতা আছে। মেক্সিকোর উচিত উত্তর সীমান্তে তাদের থামিয়ে দেওয়া।

এর আগে People without Borders সংগঠন থেকে বলা হয় অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশ হনডুরাস থেকে আসছে।