২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ম্যুলার রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশিত হবে

MUELLER RUSSIA REPORT

২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প যাতে বিজয়ী হন তাতে সাহায্য করার লক্ষ্যে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের ৪০০ পাতার রিপোর্ট প্রকাশ করবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, বৃহস্পতিবার। রিপোর্টির ”রিড্যাক্টেড” অর্থাৎ গোপন কিছু তথ্য মুছে দেওয়া সংস্করণ প্রকাশিত হবে।

ম্যুলার তদন্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার আবারও দাবী করেন, যে ওই রিপোর্টে, ২০১৬সালে নির্বাচন সংশ্লিষ্ট কোনও ভুল কাজ তিনি করেননি বলে বলা হয়েছে। তবে বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলার ২২ মাস ধরে তদন্ত করার পর যে রিপোর্ট প্রণয়ন করেন তা প্রকাশের জন্য আমেরিকান জনগন অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের নেতা টুইটারে বলেন, রাশিয়ার সঙ্গে তাঁর প্রচার অভিযানের কোন সংযোগ ছিল না এবং তদন্তে তিনি কোন বাধা দেননি।

সোমবার ট্রাম্প টুইটারে আরও বলেন বরং ওই অপরাধগুলো করেছিলেন, ২০১৬ সালে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট হিলারি ক্লিন্টান, ডেমোক্রাটিক ন্যাশেনাল কমিটি এবং তাঁর কথায় অসাধু পুলিশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের আইন বলবৎকারী শীর্ষ কর্মকর্তারা। তিনি বলেন “তদন্তকারীদের তদন্ত করুন”।