যুক্তরাষ্ট্রে ও বাইরে তৃতীয় সপ্তাহ ধরে ডনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে

Trump Travel Ban Protests

যুক্তরাষ্ট্রে ও বাইরে পর পর তৃতীয় সপ্তাহ ধরে ডনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের আচরণের সমালোচনা করছে।

শনিবার লন্ডনে কয়েক হাজার মানুষ যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে সমবেত হয়। তাদের হাতে ছিল পোস্টার । তারা ট্রাম্প বিরোধী স্লোগান দেয়। বেশ কয়েকটি বর্ণ বৈষম্য বিরোধী এবং মুসলিম সমর্থক সংগঠন ওই প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে ’র সরকার নিষেধাজ্ঞার সমালোচনা করতে যে অনেক সময় নিয়েছে, বিক্ষোভকারীরা তার তীব্র সমালোচনা করে।

বার্লিন এবং প্যারিস এও একই ধরনের প্রতিবাদ বিক্ষোভ হয়। এক একটি বিক্ষোভে প্রায় হাজার খানেক মানুষ অংশ নেয়।

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় ১ হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে।