প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন পুটিনের সঙ্গে শীর্ষ সম্মেলনে তিনি খুব একটা কিছু আশা করছেন না

Police are seen in front of the Presidential Palace in Helsinki, Finland on July 14, 2018, ahead of the meeting between US President Donald Trump and his Russian counterpart Vladimir Putin.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিনের সঙ্গে সোমবার হেলসিঙ্কিতে তাঁর যে শীর্ষ সম্মেলন হবে, তাতে খুব একটা অর্জিত হবে বলে তিনি আশা করছেন না।

রবিবার সিবিএস নিউসে এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

দুই বিশ্ব নেতার প্রথম শীর্ষ সম্মেলনে তাঁর কি লক্ষ্য তা বলতে প্রেসিডেন্ট অস্বীকৃতি জানান। কিন্তু তিনি বলেন বৈঠকে খারাপ কোন কিছু হবে না। এর আগে ট্রাম্প এবং পুটিন অন্যান্য আন্তর্জাতিক সমাবেশের বাইরে কথা বলেছেন।

ট্রাম্প পুটিন শীর্ষ সম্মেলনের তিন দিন আগে বিশেষ কৌসুলি রবার্ট ম্যুলার রাশিয়ার ১২জন গোয়েন্দা অফিসারকে অভিযুক্ত করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ যে প্রেসিডেন্ট ট্রাম্প যাতে নির্বাচনে জয়ী হন তাতে সাহায্য করার জন্য তারা ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে।