Jeff Flake Bob Corker
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, বুধবার, দুই রিপাবলিকান সেনেটার যারা প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন, তাদের বিদ্রুপ করে বলেন ওই দুই সেনেটার অবসর গ্রহণ করছেন যেহেতু তাদের পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা শুন্য।
ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন অ্যরিজোনার সেনেটার জেফ ফ্লেক এবং টেনেসির সেনেটার বব কর্কার এখন দেখাচ্ছেন যে তারা দুঃখ পেয়েছেন ও আহত হয়েছেন।
এর একদিন আগে ফ্লেক এবং কর্কার, প্রেসিডেন্টের মেয়াদের প্রথম ৯ মাস তিনি যে ভাবে দায়িত্ব পালন করেছেন তার তীব্র সমালোচনা করেন।