প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ভাষণে তাঁর কার্যক্রমের রুপ রেখা দেন

President Donald Trump addresses a joint session of Congress on Capitol Hill in Washington, Feb. 28, 2017.

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র কংগ্রেসে দেওয়া তাঁর প্রথম ভাষণে দেশের একটা উজ্জল চিত্র তুলে ধরেন। তুলনামূলক ভাবে ৬ সপ্তাহ আগে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণেও তিনি এত ইতিবাচক ছিলেন না।

প্রেসিডেন্ট ঘোষণা করেন যে সীমিত ভাবে চিন্তা করার সময় কেটে গেছে। ছোট খাটো জিনিষ নিয়ে তর্ক করার সময়ও চলে গেছে।

কিন্তু লড়াইয়ের কথা তিনি উল্লেখ করেন বিশেষ করে প্রেসিডেন্ট যাকে বলছেন চরমপন্থী ইসলামিক সন্ত্রাসবাদ তার বিরুদ্ধে লড়াইয়ের কথা তিনি বলেন। বেশ কয়েকটি সংবাদ সংস্থা খবর দিয়েছে যে জাতীয় নিরাপত্তা

উপদেষ্টা Lt. Gen. H.R. McMaster এবং তার অন্যান্য কয়েকজন সহকারি তাকে চরমপন্থী ইসলামিক সন্ত্রাসবাদ শব্দগুলো ব্যবহার না করতে বলেছেন।

ট্রাম্প কথিত Islamic State groupএর উল্লেখ করে তার ভাষণে বলেছেন এই গ্রহ থেকে ওই বাজে শত্রুদের নির্মূল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আমাদের মিত্রদের সঙ্গে এবং মুসলিম বিশ্বে আমাদের মিত্রদের সঙ্গে কাজ করবে।

প্রেসিডেন্ট আমেরিকার অবকাঠামো পুনর্গঠনের জন্য ১ লক্ষ কোটি ডলার ব্যয় করার কথাও বলেছেন।