কংগ্রেসে ২১৭-২১৩ ভোটে আমেরিকান হেল্থ কেয়ার এ্যাক্ট অনুমোদিত

ট্রাম্প প্রশাসনের আইন প্রনয়ণ সম্পর্কিত প্রথম বিজয় হলো বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা আইন পরিবর্তনে প্রতিনিধি পরিষদে সংখ্যগরিষ্ঠ ভোটের মধ্যে দিয়ে বিজয় লাভ করে।

ওবামাকেয়ার খ্যাত বিগত ওবামা প্রশাসনের এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্ট বাতিল ও পরিবর্তন করার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে প্রথম ভোট করবার প্রচেষ্টা ব্যার্থ হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঐকান্তিক প্রচেষ্টায় রিপাবলিকান আইনপ্রণেতারা এই বিষয়ে ঐক্যমত্যে আসেন।

বৃহস্পতিবার ২১৭-২১৩ ভোটে আমেরিকান হেল্থ কেয়ার এ্যাক্ট অনুমোদিত হয়। সকল ডেমোক্রেট কংগ্রেসম্যান এবং ২০ জন রিপাবলিকান কংগ্রেসম্যান না ভোট দেন।

কোনো ধরনের কংগ্রেশনাল শুনানী অথবা এতে খরচ কতো হবে কংগ্রেশনাল বাজেট অফিসের সে বিষয়ে কোনো হিসাব ছাড়াই বিলটি পাশ হয়।

এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্ট বা ওবামাকেয়ার এবং এই নতুন আমেরিকান হেল্থ কেয়ার এ্যাক্ট এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে প্রি-এক্সিস্টিং কন্ডিশন বা বীমার আওতাধীন সদস্যের শারিরিক অবস্থার প্রেক্ষিতে কভারেজ নির্ধারণে।

ভয়েস অব আমেরিকার সংবাদদাতাদের তথ্য নিয়ে বাংলাদেশী আমেরিকান স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা নাকিবুদ্দিনের সঙ্গে কথা বলে এ নিয়ে রিপোর্ট করছেন সেলিম হোসেন।

Your browser doesn’t support HTML5

কংগ্রেসে ২১৭-২১৩ ভোটে এ্যামেরিকান হেল্থ কেয়ার এ্যাক্ট অনুমোদিত