তুরস্কে ২ হাজার বাংলাদেশী মানবিক সঙ্কটে

তুরস্কে এক চরম মানবিক সঙ্কটে পড়েছেন প্রায় ২ হাজার বাংলাদেশী। ঢাকায় তথ্য অধিদপ্তর তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীর বরাতে এ খবর দিয়েছে।

বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে ইরান, লেবানন, জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশীদের অবৈধভাবে ইউরোপে অনুপ্রবেশের সুযোগ লাভের আশায় তুরস্কে প্রবেশের প্রবণতা বেড়েছে।

রাষ্ট্রদূত জানান, যারা অবৈধভাবে তুরস্কে অবস্থান করছেন অথবা তুরস্কের ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়ে আবার ইউরোপের সমুদ্রপথ পাড়ি দেয়ার চেষ্টার করছেন তাদের অনেকেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন। এরা অনেকেই তুরস্কে সক্রিয় মানবপাচারকারীর খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

তুরস্কে ২ হাজার বাংলাদেশী মানবিক সঙ্কটে