তুরস্কে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে, বিস্ফোরণে নিহত ৯৫জনের জন্য দেশবাসী শোক প্রকাশ করছে

APTOPIX Turkey Blast

রবিবার হাজার হাজার মানুষ তুরস্কের আঙ্কারায়, রাস্তায় নেমে বিক্ষোভ করে। তাদের অনেকেই তুর্কী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এক শান্তি সম্মেলনে জোড়া বোমা বিস্ফোরণে যারা নিহত হয়, তাদের জন্য দেশবাসী শোক প্রকাশ করছে। বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত হয়।

সরকারি সূত্রে বলা হয় জোড়া বিস্ফোরণে আহত ১৬০ জন এখনও হাসপাতালে আছে। তাদের মধ্যে ৬৫জন আছেন, ১৯টি হাসপাতালে “ইনটেনসিভ কেয়ার” বিভাগে। তুরস্কের কুর্দী পন্থী Peoples' Democratic Party বলেছে মৃতের সংখ্যা ১২৮। কিন্তু সরকার ওই সংখ্য নিশ্চিত করেনি।

এখনও কেউ ওই আক্রমণের দায় স্বীকার করেনি। কিন্তু রয়েটার্স , দুজন উর্ধতন তুর্কী নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে প্রাথমিক তদন্তে ইসলামিক স্টেটের উপর মনোযোগ দেওয়া