সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কে বিস্ফোরণে ২৮জন নিহত

Suruc, Turkey

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রনালয় বলেছে সিরিয়ার সীমান্তের কাছে সুরুক শহরে সন্ত্রাসীদের আক্রমণে অন্তত ২৮জন নিহত হয়, আহত হয় প্রায় ১০০জন। তুরস্কের দক্ষিণপুর্বাঞ্চলে ওই শহরটি অবস্থিত।

মন্ত্রনালয় থেকে আক্রমণের মুখে লোকজনকে শান্ত থাকার আা্বান জানানো হয়। মন্ত্রনালয় থেকে বলা হয় দেশের ঐক্য ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে হামলা চালানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয় আরও বলেছে যে মৃতের সংখ্যা বাড়তে পারে।

সিরিয়ার কোবানী শহরের ঠিক উল্টো দিকে সীমান্তের ওপারে সুরুক শহরটি অবস্থিত। কোবানীতে কুর্দী বাহিনী ও ইসলামিক স্টেট চরমপন্থীদের মধ্যে প্রচন্ড লড়াই হয়। সেখানে সিরিয়ান শরনার্থীদের শিবির রয়েছে।