তুরস্কের কাছে এফ-৩৫ এবং এস-৪০০ উভয় বিমান থাকুক, যুক্তরাষ্ট্র কেন তা চায়না?

Your browser doesn’t support HTML5

এফ-৩৫ যুদ্ধবিমানকে বলা হয় ‘স্টেল্থ বিমান’। এটি বিশেষ ধরনের একটি বিমান, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এই বিমানে বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, যার ফলে দৃশ্যমান, শাব্দিক, অবলোহিত তরঙ্গ এবং বেতার তরঙ্গ দ্বারা এর অবস্থান নির্ণয় করা যায় না। স্টেল্থ বিমানের মূল নকশার উদ্দেশ্য হল রাডার ও উত্তাপ এড়িয়ে চলা। অপরদিকে, রাশিয়ার তৈরি এস-৪০০ একই সময়ে ৩৬টি লক্ষবস্তুতে আঘাত হানতে পারে, এমনকি একই সময়ে ৭২টি মিসাইল ছুড়তে সক্ষম। এটি মাঝারি ও দূরপাল্লা আকাশ বিমান হামলা প্রতিরোধেও সক্ষম। এস-৪০০তে রয়েছে অতিরিক্ত শনাক্তকারী রাডার, টাওয়ার ও এন্টোনা পোস্ট, যা এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া যায়। সম্প্রতি, তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে অটল থাকায় তাদের কাছে এফ-৩৫ যুদ্ধ বিমান বিক্রি করবেনা বলে সাফ জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানায়,  রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ কেনার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কর্মসূচি নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তুরস্ক দু’পক্ষের কাছ থেকে অস্ত্র কিনলে, রাশিয়া এফ-৩৫ বিমানের ডাটা সংগ্রহ করে, বিমানটির বিরুদ্ধে তাদের এস-৪০০ ক্ষেপণাস্ত্রের নিশানা আরও নির্ভূল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র।