ইদলিবে সিরিয়ার আক্রমণ বন্ধের জন্য তুরস্ক রাশিয়ার হস্তক্ষেপ চাইছে

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন তুরস্ক আশা করে, রাশিয়া সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে, সিরিয়ার সরকারি বাহিনীর আক্রমণ বন্ধ করাবে।

আজ আজারবাইজানের রাজধানী বাকুতে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময়ে চাভুসোগলু বলেন, সিরিয়ার বিদ্রোহী অধ্যূষিত এই শেষ এলাকাটির সমস্যা সমাধানের জন্যে তুরস্ককে রাশিয়ার সঙ্গে কাজ করতে হবে।

চাভুসোগলু আরও বলেন যে ইদলিব বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার একটি প্রতিনিধিদল তুরস্কে আসবে এবং প্রয়োজন হলে এরদোয়ান নিজেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন।

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান ইদলিবে সিরীয় সরকার সমর্থিত বাহিনীকে জোর করে সিরেয় দেবার হুমকি দিয়েছেন যদি না তারা এ মাসের শেষ নাগাদ নিজেরাই ঐ অঞ্চল ত্যাগ করে। ফেব্রুয়ারী মাসের তিন তারিখে এক আক্রমণে সিরীয় বাহিনী ইদলিবে তুরস্কের আটজন সামরিক ব্যক্তির উপর আক্রমণ চালানোর পর এরদোয়ান এই হুমকি দিলেন।

এ দিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক ৬ই ফেব্রুয়ারি জানায় যে জঙ্গিরা রাশিয়া এবং তুরস্কের সামরিক বিশেষজ্ঞদের হত্যা করেছে। ইদলিবের ঐ অঞ্চলে জানুয়ারির শেষ দু সপ্তায় জঙ্গিদের আক্রমণে এক হাজারের ও বেশি লোক নিহত হয়।

ঐ বিবৃতিতে বলা হয় সিরিয়ায় রাশিয়া ইরান ও তুরস্কের সঙ্গে সমন্বয় রেখে চলেছে।