তুরস্ক,ইরাকের উত্তরাঞ্চলে-সিরিয়ার উত্তর পুর্বাঞ্চলে, কুর্দী বিদ্রোহিদের বিরুদ্ধে বিমান আক্রমন চালিয়েছে

তুরস্ক আজ মঙ্গলবার ভোরে বিমান আক্রমন চালিয়েছে ইরাকের উত্তরাঞ্চলে এবং সিরিয়ার উত্তর পুর্বাঞ্চলে, কুর্দী বিদ্রোহিদের বিরুদ্ধে।

তুরস্কের সামরিক বাহিনী থেকে জারি করা এক বয়ানে বলা হয়- বিদ্রোহি লড়াকুরা,অস্ত্রশস্ত্র,গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যাদি যাতে সীমান্ত পেরিয়ে তুরস্কে না ঢুকে যায়,সেটা ঠেকাতেই এ বিমান হামলা চালানো হয়।

তুর্কি সরকারের কর্তাব্যক্তিরা হূঁশিয়ারি দিয়ে ব’লছেন-নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টী বা পি কে কে’র বিদ্রোহি লড়াকুরা অভয়াশ্রয় হিসেবে ব্যবহার করছে ঐ এলাকাগুলোকে এবং প্রায়ই তারা যুক্তরাষ্ট্র মদতপুস্ট গণ সূরক্ষা য়ুনিট বা YPG-র মতো লড়াকু যারা ঐ এলাকায় বসবাস করছে , সেই তারা পি কে কে’র সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে থাকে প্রায় প্রায়ই।

সিরিয়ার সংঘাত নিয়ে খবরাখবর পরিবেশন করে থাকে যে Syrian Observatory for Human Rights সেই তারা মঙ্গলবারের বিমান হামলা নিয়ে বলেছে ওতে YPG-র লড়াকু এবং সংবাদ মাধ্যমের কমসে কম আঠারো সদস্য প্রাণ হারিয়েছে।