ওয়াশিংটন ও তুরস্কের সম্পর্কের নুতন এক মোড়

তুরস্ক, যুক্তরাষ্ট্রের উদ্বেগের মাঝেই রুশ নির্মিত সর্বাধুনিক আকাশ বিধ্বংসী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, S -400 সংগ্রহ করা শুরু করলে, ওয়াশিংটন ও তুরস্কের সম্পর্কে নুতন উত্তেজনা সৃষ্টি হয়I

শুক্রবার, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান, এই খবরের সত্যতা স্বীকার করে বলেন, তুরস্ক এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছেI সাংবাদিকদের তিনি বলেন, এসব পরীক্ষা আগেও হয়েছে এবং এখন আবার আমরা শুরু করেছিI তিনি বলেন যুক্তরাষ্ট্র কি ভাবে, তা আমাদের ভাববার বিষয় নয়I আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা যদি আমরা না চালাই, তবে এগুলি সংগ্রহ করার কি প্রয়োজন থাকতে পারে ?

এর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর, কড়া ভাষায় এর প্রতিক্রিয়া ব্যক্ত করে, যে বিবৃতিতে তুরস্ককে জোট ভাঙার দোষারোপ করা শুধু বাকি ছিলI