কলকাতায় পর পর ঘটে যাওয়া এটিএম জালিয়াতিতে ২ কোটি টাকা উধাও।কলকাতার গোয়েন্দা প্রধান মূর্লিধার শর্মা জানিয়েছেন, গত ৩ থেকে ৪ দিন ধরে একটি বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই থেকে অভিযোগ আসে। তারা জানায় কিছু অননুমোদিত লেনদেন হচ্ছে। এখনও পর্যন্ত নিউ মার্কেট, যাদবপুর, কাশিপুর, বউবাজার,ফুলবাগান, বেহালা ও বেনিয়াপুকুর থানায় অভিযোগ জানিয়েছে ওই বেসরকারি ব্যাঙ্ক।
Your browser doesn’t support HTML5
কলকাতায় এটিএম জালিয়াতিতে ২ কোটি টাকা উধাও
এই ব্যাঙ্কের এটিএম গুলি হিতাচি নামে এক বেসরকারি সংস্থার তৈরি। তারাই মূলত রক্ষণাবেক্ষণ করে থাকরে। মেশিন ট্যাম্পার করার বিষয়ে এই সংস্থাও লালবাজারে অভিযোগ জানিয়েছে। ১২ থেকে ২২ তারিখের মধ্যে এটিএম-এ ঢুকে কোনওভাবে মেশিনের ক্ষতি না করে সফটওয়ার ট্যাম্পারিং করে টাকা তুলে নিয়েছে জালিয়াতরা। ঠিক কোন টেকনিক প্রয়োগ করে টাকা বের করা হয়েছে, তা বোঝার চেষ্টা করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। চালানো হচ্ছে ফরেন্সিক পরীক্ষা।