বাহরাইন বিস্ফোরণে নিহত দুই জন

বাহরাইনে কর্তৃপক্ষ বলছে যে রাজধানীতে উপর্যুপরি বোমা বিস্ফোরণে কমপক্ষে দু জন নিহত এবং আরও একজন আহত হয়েছে।

রাষ্ট্রপরিচালিত বাহরাইন নিউজ অ্যাজেন্সি মানামায় আজকের এই ৫টি বোমা বিস্ফোরণকে সন্ত্রাসী কমৃকান্ড বলে অভিহিত করেছে। গত সপ্তায় বাহরাইন সব রকম প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করে।

ঐ পারস্য উপসাগরীয় দেশের সংখ্যালঘু সুন্নিদের ক্ষমতায় থেকে সরানোর জন্যে প্রায় দু বছর আগে থেকে সেখানে আন্দোলনের সূচনা।
বাহরাইন হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ এবং সেখানে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর ৫ম ফ্লিট অবস্থিত । ওয়াশিংটন কর্তৃপক্ষের ব্যাপারে সতর্কতার সঙ্গে এগুচ্ছে তবে বিরোধীদের সঙ্গে সংলাপ শুরু করতে , সে দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।