ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিয়ে ভারতে ভিন্নমত

ভারতে নির্ভয়া ধর্ষণকাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। ২০১৭ সালের মে মাসে দোষী সাব্যস্ত চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই সেই রায় পুনর্বিবেচনার আবেদন করে তিন ধর্ষক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঐ রায় দিল সুপ্রিম কোর্ট। ফলে, সুপ্রিম কোর্টের রায়ের পর সাজাপ্রাপ্ত চার জনের রাষ্ট্রপতির কাছে ‌প্রাণভিক্ষা ছাড়া আর কার্যত কোনও উপায় নাই।

এদিকে, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিয়ে ভারতে রয়েছে ভিন্নমত। এসব বিষয় নিয়ে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী'র সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিয়ে ভারতে ভিন্নমত