উগান্ডার পুলিশ বিরোধী নেতা ব্যাসিজেকে আটক করে ও পরে ছেড়ে দেয়

amatora mu uganda

উগান্ডার বিরোধী নেতা কিজা ব্যাসিজে কে সোমবার পুলিশ আটক করে এবং কিছুক্ষন পরে ছেড়ে দেয়। ব্যাসিজে এ সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচার অভিযান চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন রাজধানী কাম্পালায় ব্যাসিজের একটি নির্বাচনী অনুষ্ঠানে পুলিশ কাদানে গ্যাস ছোড়ে এবং তাকে আটক করে। তাকে কাম্পালার বাইরে আরেকটি স্থানে নিয়ে যাওয়া হয় এবং তারপর ছেড়ে দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ব্যাসিজেকে বহুবার গ্রেফ্তার করা হয়। তিনি প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার উগান্ডার নাগরিকরা নির্বচনে প্রেসডেন্ট, সংসদের সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের জন্য ভোট দেবেন।