ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শনিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলায় মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের কাহিনী শোনেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের সময় তাঁর দেশ সহায়তা করবে বলেও তিনি জানান।
এদিকে, শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ আইচ মাহমুদ আলির সাথে পৃথক বৈঠক শেষে বরিস জনসন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু না করলে বিষয়টি জটিল হতে পারে। তবে তিনি বলেন, ব্রিটিশ সরকার রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাকর প্রত্যাবাসন দেখতে চায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা হয়েছে। বর্তমানে বন্ধ থাকা ঢাকা-লন্ডন বিমানে কার্গো পরিবহন চালু হওয়ার বিষয়টি সময়ের ব্যাপার বলে ইঙ্গিত দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।