বৃটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় নিহত ৪, আহত ২৯ জন

বৃটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় চারজন মারা গেছেন। এর মধ্যে ছুরির আঘাতে একজন পুলিশ অফিসার মারা গেছেন। আক্রমণকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে। বাকী দুইজন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে গাড়ির চাপায় মারা গেছেন। আহত হয়েছেন আরো ২৯ জন।

লন্ডনের অবস্থা থমথমে। রাস্তা ঘাটে মানুষের চলাচল খুবই কম। অনেক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়েছে।

পুলিশ বলছে, হামলাকারী ছিল দুইজন। পুলিশ সন্ত্রাসীদের ধরার জন্য অভিযান শুরু করেছে।

সন্ধ্যায় বৃটিশ প্রধানমন্ত্রী এক জরুরী বৈঠকে মিলিত হন। লন্ডন থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

বৃটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় নিহত ৪, আহত ২০ জন