ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়

বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলায় আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিজ চোখে দেখার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শুক্রবার বিকেলে বাংলাদেশে দুই দিনের এক সফরে ঢাকা পৌঁছেছেন। প্রায় দশ বছর পর যুক্তরাজ্যের কোন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলেন।

ঢাকায় পৌঁছে এক বিবৃতিতে বরিস জনসন বলেন, রোহিঙ্গা সমস্যা মানুষের সৃষ্টি একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং এ সমস্যার সমাধান করতে এর সাথে যুক্ত সকল পক্ষকে তাদের রাজনৈতিক সদিচ্ছা, সহনশীলতা এবং সহযোগিতার মনোভাব দেখাতে হবে। পরে তিনি প্রধানমন্ত্রী সেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন।

বরিস জনসন শনিবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাবেন এবং তাঁদের কষ্টের কথা তাদের মুখ থেকে শুনবেন। ব্রিটিশ সরকার গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য প্রায় ৬ কোটি ডলার জরুরী সহায়তা দিয়েছে।

শনিবার রাতেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।