ব্রিটেনের হাউজ অফ কমন্স এ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিতর্ক

ব্রিটেনের হাউজ অফ কমন্স এ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রায় তিন ঘন্টা বিতর্ক চলে। এতে ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারী গ্রুপের ১৭ জন সংসদ সদস্য অংশ নেন। তাঁরা সংলাপ চালিয়ে যাওয়া উপর গুরুত্ব আরোপ করেন। ইউরোপীয় পার্লামেন্টে নেওয়া আরেকটি প্রস্তাবে স্বচ্ছ নির্বাচন ও সহিংসতা বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তায়:

Your browser doesn’t support HTML5

ব্রিটেনের হাউজ অফ কমন্স এ বাযলাদেশ পরিস্থিতি নিয়ে প্রায় তিন ঘন্টা বিতর্ক চলে


বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলা দৈনিক ইনকিলাব পত্রিকার প্রকাশনা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি। সাতক্ষীরায় সন্ত্রাস বিরোধী অভিযানে বাংলাদেশের যৌথ বাহিনীর সাথে ভারতীয় বাহিনীর যোগ দেয়া সম্পর্কে দৈনিক ইনকিলাব বৃহস্পতিবার একটি খবর প্রকাশ করলে পত্রিকাটি সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে বিস্তারিত শুনুন ঢাকা থেকে পাঠানো জহুরুল আলমের প্রতিবেদনে।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলা দৈনিক ইনকিলাব পত্রিকার প্রকাশনা স্থায়ীভাবে নিষিদ


বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে গণজাগরণ মঞ্চ যে মিছিলের আয়োজন করে বগুড়ায় তার ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। আমির খসরু আরও জানাচ্ছেন:

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে গণজাগরণ মঞ্চ যে মিছিলের আয়োজন করে বগুড়ায় তা