লিভারপুলে ট্যাক্সি বিস্ফোরণকে 'সন্ত্রাসী ঘটনা' হিসেবে দেখছে ব্রিটিশ পুলিশ

একটি নজরদারি ক্যামেরার ভিডিও থেকে প্রাপ্ত এই স্থির চিত্রটিতে ১৪ নভেম্বর, ২০২১ তারিখে ব্রিটেনের লিভারপুলের লিভারপুল মহিলা হাসপাতালের বাইরে একজন ব্যক্তি একটি বিস্ফোরণের পরে একটি জ্বলন্ত ট্যাক্সি নেভানোর চেষ্টা করছেন।

সোমবার লিভারপুল শহরের একটি হাসপাতালের বাইরে ট্যাক্সিতে বিস্ফোরণকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেনের পুলিশ।

কর্তৃপক্ষ সাংবাদিকদের বলেছে, ট্যাক্সির যাত্রী একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্র বহন করছিল এবং তাকে লিভারপুল মহিলা হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। তবে তার উদ্দেশ্য কী ছিল, কিংবা কী কারণে ডিভাইসটি বিস্ফোরিত হয়েছিল, তা স্পষ্ট নয়।

বিস্ফোরণে ওই যাত্রীর মৃত্যু হয়েছে, এবং পুলিশ মনে করে যে, তারা নিহত ওই যাত্রীর পরিচয় শনাক্ত করতে পেরেছে।

বিস্ফোরণের পর থেকে পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করেছে।

বিস্ফোরণে ট্যাক্সি চালক আহত হয়েছেন। তবে তাকে হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস থেকে নেয়া)।