পূর্ব ইউক্রেনে নির্বাচন

পুর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বলছে, তথাকথিত ডনেটস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হয়েছেন। কিয়েভ এবং পশ্চিম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে না।

নির্বাচন কর্মকর্তারা সোমবার বলেছেন, রোববারের নির্বাচনে আলেকজান্দার জাখারচেঙ্কো পেয়েছেন প্রায় ৭৯শতাংশ ভোট। লুহান্সক ও ডনেটস্কে্র বাসীন্দারা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে নেতৃত্ব ও আইন পরিষদের জন্য নির্বাচন করছে।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বিচ্ছিন্নতাবাদীদের এই ভোটকে অবৈধ আখ্যা দিয়েছে। বলেছে, এই নির্বাচন ইউক্রেনের সংবিধান ও অস্ত্রবিরতির পরিপন্থী। সেপ্টেম্বরের ৫ তারিখে ইউক্রেন সরকার এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি হয়।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক নতুন প্রধান ফেদেরিকা মোঘারিনা রোববার বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এই ভোটকে স্বীকৃতি দেবে না। তিনি আরো বলেছেন, এই ভোট ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পথে নতুন প্রতিবন্ধক।