ইউক্রেন নিয়ে বুধবার চার দেশের বৈঠক

Ukraine

ইউক্রেন সঙ্কট নিয়ে বুধবার বার্লিনে চার দেশের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হচ্ছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এই বৈঠকের আয়োজন করেছেন। ২০১৪ সনে ইউক্রেনের ক্রাইমিয়া দখলে নেয়ার পর এই প্রথম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুতিন বার্লিন যাচ্ছেন। এই বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দ ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরশেঙ্কো যোগ দেবেন।
খবরে বলা হয়, প্রেসিডেন্ট ওঁলাদ গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট পোরশেঙ্কোর সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি বিবদমান সকল পক্ষকে এই সংঘাত নিরসনে একটি রোডম্যাপ তৈরি করার আহবান জানান। ২০১৫ সনে ফেব্রুয়ারিতে জার্মানি ও ফ্রান্সের মধ্যস্থতায় একটি শান্তিচুক্তিতে সম্মত হয় সব পক্ষ। মিনস্ক চুক্তি নামে পরিচিত এই চুক্তির ফলে লড়াইয়ের তীব্রতা কমলেও একদম থেমে যায়নি। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ এই সংঘাতে প্রাণ হারিয়েছে।
উল্লেখ্য যে, ক্রাইমিয়া দখলে নেয়ার পর মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট (বার্লিন)