বাংলাদেশে উলফা নেতা দন্ডিত

উত্তর পূর্ব ভারতের অসম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনিইটেড লিবারেশান ফ্রন্ট অফ অসম বা ULFA সামরিক শাখার কর্মকর্তা রঞ্জন চৌধুরীকে বাংলাদেশের একটি বিশেষ আদালত , অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের আওতায় আজ বুধবার দুটি পৃথক মামলায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে । একই আদালত রঞ্জন চৌধুরীর বাংলাদেশী সহযোগি প্রদীপ মারক’কে সন্ত্রাস দমন আইনের মামলায় যা্জ্জীবন কারাদন্ড ও অস্ত্র আইনের মামলায় বেকসুর খালাস দিয়েছে। রঞ্জন চৌধুরী ও প্রদীপ মারাকের উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলার বিশেষ আদালত এই রায় ঘোষণা করে।

আদালত দুজনকেই কুড়ি হাজার টাকা করে জরিমানা করেছে যা পরিশোধ না করলে যাবজ্জীবন কারাদন্ডের অতিরিক্ত ছয়মাস কারাভোগ করতে হবে। মামরঅর বিবরণে বলা হয় যে ২০১০ সালে ১৭ই জুলাই ভোরে ভৈরব এলাকায় দুটি পিস্তল , ডার রাউন্ড গুলি , হাত বোমা তৈরির উপকরণ ও চারটি বোমাসহ তারা র‌্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান বা র‌্যাবের হাতে আটক হন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকায় আমাদের সংবাদদাতা জহুরুল আলম :

Your browser doesn’t support HTML5

শুনুন জহুরুল আলমের প্রতিবেদন