জাতিসংঘের তরফে উত্তর কোরিয়ায় সর্ব সাম্প্রতিক বিধিনিষেধ আরোপ দস্তুরমতো যুদ্ধ তৎপরতাঃ ডক্টর ফরিদুল আলমের সঙ্গে আলোচনা

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের তরফের সর্ব সাম্প্রতিক বিধিনিষেধ আরোপকে দস্তুরমতো যুদ্ধ তৎপরতা – একেবারে পূর্ণাঙ্গ অর্থনৈতিক প্রতিরোধ-প্রতিবন্ধক বলে অভিহিত করেছে।জাতিসংঘে,যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, নিকী হেইলী বলেন- কিম প্রশাসনের আগ্রাসী তৎপরতা রোধে এহেন পদক্ষেপ অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রইবে।বিষয়টি কেন্দ্র করে আমরা কথা বলি বর্তমানে বেজিংয়ে উচ্চা শিক্ষার্থে অবস্থানরত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ফরিদুল আলমের সঙ্গে।ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

Your browser doesn’t support HTML5

ডক্টর ফরিদুল আলমের সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন