মৃত্যুদণ্ড কার্যকর না করতে আবারো বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান

জাতিসংঘ পুনরায় বাংলাদেশকে সকল মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকতে এবং মৃত্যুদণ্ড প্রদান পরিহার করার আহ্বান জানিয়ে বলেছে, বিচারের মান যতই কঠোর হোক না কেন, জাতিসংঘ যে কোনও পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।

শুক্রবার জেনেভা ভিত্তিক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার ইউএনএইচসিআরের পক্ষে সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে, মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতে নেতা মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলী'র দণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা বিচারের সম্মুখীন হন, তাদের সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আর্ন্তজাতিক মানদণ্ড এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আর্ন্তজাতিক সনদ আইসিসিপিআরের শর্ত পূরণ করা হয় না, যদিও দেশটি এ সনদে সাক্ষর করেছে।

বিবৃতিতে, আইসিসিপিআরের আওতায় বাধ্যবাধকতা সম্পর্কে বাংলাদেশ সরকারকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এমেন্যাসটি ইন্টারন্যাশনাল সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, মৃত্যুদণ্ড প্রদানকারি দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

মৃত্যুদণ্ড কার্যকর না করতে আবারো বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান