কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের একটি শহরের কাছে সহিংসতা বন্ধের জন্যে জাতিসংঘের আহ্বান

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের একটি শহর বেনীর কাছে সহিংসতা বন্ধের জন্যে জাতিসংঘ আহ্বান জানিয়েছে। সেখানকার হিংসাহানাহানিতে গত দু মাসে ২০০ জন নিহত হয়েছে।

কঙ্গোতে জাতিসংঘের মানবিক বিষয়ের সমন্বয়ক মুস্তফা সুমারে মঙ্গলবার এ কথা জানান। এর তিনদিন আগে উগান্ডার সন্দেহভাজন বিদ্রোহীরা ঐ অঞ্চলে অন্তত ৩৬ জনকে হত্যা করে।

এক বিবৃতিতে সুমারে ঐ হত্যাকান্ডের নিন্দে করেন এবং অসামরিক লোকজনের সুরক্ষার আহ্বান জানান। সুশীল সমাজের সুত্র উল্লেখ করে তিনি বলেন যে এই সহিংসতার কারণে অষ্টাশী হাজারের ও বেশি লোক তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সুমারে বলেন যেখানকার নাজুক মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে এবং স্থানীয় অসামরিক লোকজন আরও একটি হত্যাযজ্ঞের আশংকা করছেন।