জাতিসংঘ লিবিয়ায় তদন্তদল পাঠানোর দাবি জানিয়েছে

জাতিসংঘের মহাসচিব বান কী মুন বলছেন যে জাতিসংঘ সিরীয় সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে এই আহ্বান জানিয়েছে যে তারা যেন জাতিসংঘ কর্মিদের বুধবারের ঐ আক্রমণের জায়গাটি তদন্ত করে দেখার সুযোগ দেয়। অভিযোগ আছে যে তখন সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে।

বৃহস্পতিবার তার মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মি বান বলেন যে তিনি সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের কাছ থেকে অবিলম্বে ইতিবাচক সাড়া পাবেন বলে আশা করছেন। জাতিসংঘের মহাসচিব বান কী মুন বলেন যে তিনি আন্ডার সেক্রেটারী জেনারেল আঞ্জেলা কেইনকে এই ব্যাপারে দামেস্ক সফর করতে বলেছেন।

সিরিয়ার বিরোধী নেতারা এবং সক্রিয়বাদীরা সিরীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যে বুধবার বিদ্রোহী অধ্যূষিত শহরতলীতে গোলন্দাজ ও রকেট হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছে। তারা বলছে যে এতে শত শত অসামরিক লোকজন মারা গেছে এবং কোন রকম জখম ছাড়াই শত শত অসামরিক লোক নিহত হয়ে মাটিতে পড়ে আছে এমন ভিডিও প্রকাশ করেছে।

তবে নিহতদের সঠিক সংখ্যা এবং এর কারণ নিশ্চিত ভাবে জানা যায়নি। মি আসাদের সরকার বুধবারের ঐ লড়াইয়ে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে।