জাতিসংঘের মিয়ানমারে মানবাধিকার সংক্রান্ত স্পেশাল র‌্যাপোটিয়ার ইয়াংহি লি’র কক্সবাজার সফর

Yanghee Lee, U.N. special rapporteur on the situation of human rights in Myanmar

সাম্প্রতিক কয়েক মাসে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ এবং কি অবস্থার কারণে তারা দেশত্যাগে বাধ্য হয়েছেন - তা রোহিঙ্গাদেও নিজ মুখ থেকে শোনার জন্যে বর্তমানে বাংলাদেশ সফররত জাতিসংঘের মিয়ানমারে মানবাধিকার সংক্রান্ত স্পেশাল র‌্যাপোটিয়ার ইয়াংহি লি কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শুরু করেছেন। মঙ্গলবার তিনি কক্সবাজারে পৌছেই উখিয়ার বালুখালিতে গড়ে উঠে একটি অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। কক্সবাজার থেকে ৪০ কিলোমিটার দূরের ওই ক্যাম্পে দশ হাজারের বেশি সদ্য আসা রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন এবং সেখানেস্পেশাল র‌্যাপোটিয়ার ইয়াংহি লি ২০ জন রোহিঙ্গা নারী ও১০ জন পুরুষের সাথে কথা বলেন। তিনি বুধবার টেকনাফের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন।
সোমবার স্পেশাল র‌্যাপোটিয়ার ইয়াংহি লি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাত ও বৈঠক করেন এবং সেখানে মিয়ানমার থেকে অনেকদিন ধরে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এ সময় মিয়ানমার সংকটের মূল কারণ নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (মিয়ানমার)