জাতি সংঘ-আরব লীগ দূত বাসার আল আসাদের সংগে সাক্ষাত করবেন


জাতি সংঘ-আরব লীগের নতুন দূত লাখদার ব্রাহিমী যুদ্ধ বিক্ষুব্ধ সিরিয়ায় তাঁর প্রথম আনুষ্টানিক সফরে শুক্রবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সংগে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
ব্রাহিমী বলেন, সেখানকার সংকটাবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। অস্ত্র বিরোতীর জন্য প্রস্তুতি এবং অন্তর্বতী সরকার গঠনের জন্য আলোচনা শুরু করা প্রায় অসম্ভব বলে তিনি জানান।
বৃহস্পতিবার ব্রাহিমী সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালিনের সংগে সাক্ষাত করেন এবং সিরিয়ার বিদ্রোহী দলের সদস্যদের সংগে আলোচনা করবেন।
ওদিকে তুরষ্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েপ সতর্ক করেছেন যে আসাদ সরকারের পতন ঘনিয়ে এসেছে। ইউক্রেনের ইয়াল্টা শহরে একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি বিশ্ব নেতৃবর্গের উদ্দেশ্যে সতর্ক করেছেন এই বলে যে লড়াই যেন ঐ অঞ্চলের সর্বত্র না ছড়িয়ে পরে।