জাতিসংঘ আফগানিস্তানের সহায়তায় ৬০ কোটি ডলার সাহায্য চাইবে

ফাতিমা নামের অভ্যন্তরীণভাবে বাস্ত্যুচুত একজন আফগান মহিলা লড়াইয়ের কারণে সন্তানসহ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মাজার ই শরীফে একটি তাঁবুতে অসহায় নিয়েছেন, ফাইল ছবি, ৮ই জুলাই, ২০ ২১ ,ছবি/রহমত গুল/এপি

আগামী সপ্তাহে আফগানিস্তান বিষয়ে জাতিসংঘ আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বছরের শেষ নাগাদ প্রায় ১ কোটি ১০ লক্ষ জনগণের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা বাবদ ৬০ কোটি ৬০ লক্ষ ডলার সাহায্য তোলার কথা জানানো হবেI

জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লক্ষ জনগণের প্রায় অর্ধেকের এখন প্রয়োজন মানবিক সহায়তারI সেই জনগোষ্ঠীর ৩৫ লক্ষএখন সংঘাতের কারণে অভ্যন্তরীণভাবে বাস্ত্যুচুত হয়েছেনI জাতিসংঘের শিশু তহবিল জানায়, ৫ বছরের নিচে এমন, ৬ লক্ষশিশু সেখানে অপুষ্টির শিকার, জরুরি সহায়তা না পেলে ভয়ংকর পরিস্থিতি তাদের মৃত্যু ডেকে আনতে পারেI

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী দপ্তরের মুখপাত্র, জেন্স লারকে বলেন, এই সহায়তার আবেদন ১০ লক্ষের অধিক শিশু ও মহিলা, যারা অপুষ্টিতে ভুগছেন, তাদের চিকিৎসার সুযোগ করে দেবেI তিনি বলেন, জরুরি খাদ্য, প্রয়োজনীয় স্বাস্থ্য-পরিচর্যা, পানি ও পয়ঃনিষ্কাশন, জরুরি শিক্ষা, আশ্রয় ও অন্যান্য ত্রাণ সহায়তার জন্য আমরা আবেদন জানাবো।

মানবিক সংস্থাগুলির আফগানিস্তানে ত্রাণ বিতরণে বহু দশকের অভিজ্ঞতা রয়েছে I তবে তিনি বলেন, আফগানিস্তানে মৌলিক সহায়তা কার্যক্রম এখন বিপর্যস্ত এবং খাদ্য ও জীবন রক্ষাকারী সহায়তা এখন নিঃশেষ প্রায়I বিশ্ব খাদ্য কর্মসূচি জানাচ্ছে যে, আফগানিস্তানে ৩ জনের মধ্যে ১ জন এখন ক্ষুধার্থ I

বিশ্ব খাদ্য কর্মসূচি, WFP 'র মুখপাত্র টমসন ফিরি বলেন, আফগানিস্তানের বিরাজমান মানবিক সঙ্কট আসন্ন শীতকালে ভয়াবহ আকার ধারণ করবে I তিনি জানান দেশটির বৃহত্তর এলাকায় বরফের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আগেই WFP, খাদ্য সরবরাহ অভিযান জোরদার করবেI