মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ-যুক্তরাষ্ট্রের অবস্থানে পার্থক্য

বাংলাদেশের কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখার পরে জাতিসঙ্ঘের প্রতিনিধিরা বলেছেন, মিয়ানমার সেনারা যে গণহত্যা ঘটিয়েছে, তাতে সন্দেহ নেই।

ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমারে এসে শীর্ষ নেত্রী অং সান সুচি ও সামরিক নেতৃত্বের সঙ্গে কথা বলার পরে বলেছেন, ওখানে কি ঘটেছে, তা জানতে নির্ভরযোগ্য তদন্ত দরকার। মিয়ানমারের ওপর চাপ আনতে অর্থ সাহায্যে রাশ টানার যে প্রস্তাব উঠেছে, তাতেও সম্মতি নেই টিলারসনের। স্বদেশে ফিরে তিনি আগে খোঁজ নিতে চান যুক্তরাষ্ট্রের ঠিক কি ধরনের সাহায্য পায় মিয়ানমারের সেনাবাহিনী।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।