ইউএনডিপি'র মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি'র মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বুধবার ঢাকায় এ অনুষ্ঠানে ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৬’ প্রকাশ করা হয় যাতে বলা হয়েছে গড় আয়ু বৃদ্ধি, মাথাপিছু আয়সহ সামাজিক বিভিন্ন সূচকে উন্নতি করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন এবং ইউএনডিপি যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।

বিশ্বের ১৮৮টি দেশকে অন্তর্ভুক্ত করে তৈরি করা এ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম। এ বছর বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে ঘানা ও জাম্বিয়া।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত ও ভুটান। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

ইউএনডিপি'র মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ