ইউনেস্কো, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আপত্তি প্রত্যাহার করেছে

Rampal Power Station

সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থান নিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির যে আপত্তি ছিল তা সংস্থাটি প্রত্যাহার করে নিয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোল্যান্ডের ক্র্যাকোতে ওয়ার্ল্ড হ্যারিটেজ কমিটির ৪১তম অধিবেশনে ইউনেস্কো তাদের আপত্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিবেশনে সুন্দরবনের ঐতিহ্য রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে বাংলাদেশের পক্ষ থেকে ইউনেস্কোকে আশ্বস্ত করা হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এতে অংশ নেয়।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট রামপাল