বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে আন্তর্জাতিক বৈঠক

Indonesia Rohingya Boat People

জাতিসংঘ শরনার্থী বিষয়ক সংস্থা UNHCR বলেছে, তারা ধারনা করছেন অন্তত ২ হাজার ৬ শ’ বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশী এখনও সাগরে ভাসমান অবস্থান করছেন।

অভিবাসীদের নিয়ে করনীয় নির্ধারনে ২৯ মে থাইল্যান্ডে ১৭টি দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, UNHCR তার আগেই এই তথ্য জানিয়েছে।

এদিকে, গত দুই দিনে মানব পাচারকারী সন্দেহে চট্টগ্রাম ও কক্সবাজারে ১০জনকে পুলিশ আটক করেছে।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট বৈঠক