ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে বিরোধ

India

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার -ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বাংলায় যাকে বলা হচ্ছে আধার, সেই আধারে তথ্য ফাঁসের ওপর খবর লেখায় সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর গোটা দেশে প্রবল প্রতিবাদ, শোরগোল সত্ত্বেও কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এর বক্তব্য- আধার পরিচালনাকারী সংস্থা ইউআইডিএআইয়ের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ চন্ডীগড়ের দি ট্রিবিউন সংবাদপত্রের রিপোর্টার সহ চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। টাকা দিলেই আধার তথ্য পাওয়া মিলছে, এমন অভিযোগ তোলা এমন এক রিপোর্ট বেরিয়েছে ওই সংবাদপত্রে। বিভিন্ন সাংবাদিক সংগঠন সহ নানা মহলের দাবি, এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ। ইউআইডিএআই এর বিরুদ্ধে অভিযোগ ও এফআইআর তুলে নিক। আইনি ব্যবস্থার পরিবর্তে তারা সংবাদপত্রে বেরনো রিপোর্টে কী কী ভুল আছে, সেটা বরং দেখিয়ে দিক।এর যদিও কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের দাবি, এফআইআরটি দায়ের হয়েছে ‘অজ্ঞাতপরিচয়’ লোকজনের বিরুদ্ধে। তিনি বলেন, ভারতের উন্নয়নের স্বার্থে আধারের বৈধতা, নিরাপত্তা বহাল রাখার মতোই সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ মিডিয়ার স্বাধীনতা।কংগ্রেস অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর সাফাইয়ে খুশি নয়। দলের মুখপাত্র মণীশ তেওয়ারি বলেন, কেন্দ্র ‘বিরোধী মত’কে ‘হত্যা’ করতে চাইছে কেন্দ্রের সরকার। ইতিমধ্যেই সাংবাদিকদের বিরুদ্ধে এফ আই আর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও সরব হয়েছেন।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট আধার