পৃথিবী ক্রমশই জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ার শিকার-বিশ্ব আবহাওয়া সংস্থা

Petteri Taalas, Secretary general of the World Meteorological Organization attends a news conference on the annual Greenhouse Gas Bulletin on concentrations of CO2 at the United Nations in Geneva, Oct. 24, 2016.

নতুন করে দেওয়া এক সতর্কবার্তায় জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে যে এই পৃথিবী ক্রমশই জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ার শিকার হচ্ছে । এতে বলা হয়েছে যে এর কারণ অনেক এবং তা বিশ্ব জুড়ে একই গতিতে কিংবা একই পরিমাপে ঘটছে না।

বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO এর প্রধান পাওলো রুটি বলছেন যে জলবায়ু পরিবর্তনের স্পষ্ট কোন প্যাটার্ন নেই কিন্তু এর প্রতিক্রিয়া সুমেরু অঞ্চলের মতো কোন কোন এলাকায় স্পষ্ট বোঝা যায়। তিনি আরও বলেন যে আরকেটি লক্ষ্যযোগ্য বিষয় হচ্ছে ঝড় এবং বিদ্যুৎ চমকানো যার ফলে মেরু অঞ্চলে আগুন লাগতে পারে। তিনি জিনিভায় ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে আগে যেমনটি আভাস দেয়া হয়েছিল , কোন কোন জায়গায় তার চেয়ে অনেক দ্রুতই জলবায়ু পরিবর্তন ঘটছে।