বাংলাদেশের ইউপি নির্বাচনে সহিংসতায় ৯ জন নিহত

বাংলাদেশের তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনের পঞ্চম ধাপে শনিবার ৭১৯ টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে সহিংসতায় একজন চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ৯ জন নিহত এবং কয়েকশত লক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নির্বাচনী এলাকাগুলো থেকে পাওয়া খবরে জানা গেছে সেখানে ব্যাপক সহিংসতা, ভোট কারচুপি, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই, বোমা ও ককটেল বিস্ফোরণ, প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের মধ্যে গুলি বিনিময় এবং বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে পঞ্চম দফা ইউপি নির্বাচন শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে এনিয়ে পাচদফা নির্বাচনে অন্তত ১১০ জন নিহত এবং ৫ হাজার জন আহত হয়েছেন যা ইউপি নির্বাচনের ১৫০ বছরের ইতিহাসের নির্বাচনী সহিংসতায় নিহত ও আহতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এর আগে ১৯৮৮ সালে ইউপি নির্বাচনে সহিংসতায় ৮১ জন নিহত হয়েছিলেন যা এতদিন সরবচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হত।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের ইউপি নির্বাচনে সহিংসতায় ৯ জন নিহত