যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর শনিবার জানায় যে, তাদের ক্ষেপণাস্ত্র বাহী রণতরী বৃহস্পতিবার উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি রাষ্ট্রবিহীন পালতোলা ছোট জাহাজ থেকে অবৈধ অস্ত্র চালানটি উদ্ধার করেI
তাদের বিবৃতিতে জানানো হয়, এই অস্ত্র চালানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, রুশ নির্মিত অত্যাধুনিক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, হাজার হাজার চীনা টাইপ-৫৬ আসাউল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, পিকেএম মেশিন গান এবং রকেট-চালিত গ্রেনেডI বিবৃতিতে জানানো হয়, এর সূত্র, গন্তব্য স্থান নির্ণয়ের তদন্ত শুরু হয়েছেI
বিবৃতিতে আরো বলা হয়, অবৈধ অস্ত্র চালান অপসারণের পর, চালানবাহী জাহাজটি সমুদ্রোপযোগী কিনা তা পরীক্ষা করা হয় এবং জাহাজের ক্রু সদস্যদের আহার ও পানীয় দেয়া হয়I