সিরিয়ায় অন্তত ১ হাজার আমেরিকার সেনার অবস্থান 

যুক্তরাষ্ট্র সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত তেল ক্ষেত্র এবং স্থাপনাগুলোকে ইসলামিক ষ্টেটের কাছ থেকে সুরক্ষার জন্য সেখানে আমেরিকান সেনা মোতায়েন জোরদার করবে। যদিও যুক্তরাষ্ট্র ঐ সিরিয়া থেকে তাদের বেশির ভাগ সেনা প্রত্যাহার করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পার শুক্রবার সাংবাদিকদের বলেন, “আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করছি, তবে এ সম্পর্কে আমি বিস্তারিত জানাব না। আইসিস তেল স্থাপনাগুলোতে যাতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আমরা দিয়ার এল জোরে আমাদের অবস্থান জোরদার করছি।

ব্রাসেলসে নেটোর সংগে পরপর কয়েকটি বৈঠকের পর তিনি একথা বলেন।
আমেরিকার প্রায় ১ হাজার সেনা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করছে। আমেরিকার বিশেষ বাহিনীর সেনারা প্রধানত কূর্দী সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর সংগে কাজ করবে।