রানা প্লাজায় শ্রমিকরা প্রাণ দিয়েছিল মত প্রকাশের স্বাধীনতা না থাকায়-রাষ্ট্রদূত বার্নিকাট

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন, বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের ইউনিয়ন গঠনের ক্ষেত্রে বাধা দেয়ার সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। রানা প্লাজা ট্রাজেডির দ্বিতীয় বার্ষিকীতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ সমালোচনা করেন। ট্রাজেডিতে নিহতদের স্মরণ করে বার্নিকাট বলেন, ঐ দিন যারা মারা গিয়েছিলেন তাদেরকে প্রাণ দিতে হয়েছিল শুধুমাত্র এই কারণে নয় যে ভবনটি অনিরাপদ ছিল, এর আরও একটি কারণ ছিল ঐসব শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। তিনি বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়া শুরু করেছে। কিন্তু আরো কাজ বাকী রয়েছে। আমরা জানি যে কেউ কেউ অসদুপায় অবলম্বন করে শ্রমিকদের ইউনিয়ন গঠনে বাধা প্রদান করেছেন। শ্রমিকগণ ইউনিয়ন গঠনের চেষ্টা করতে গেলে তাদেরকে হুমকি দেয়া হয়েছে, পেটানো হয়েছে। এসব কর্মকা- অবৈধ ও আইনত দ-নীয়। বাংলাদেশ সরকার এসব কর্মকা-ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুব ধীর গতিতে কাজ করেছে অথবা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। দুই বছর আগে রানাপ্লাজা ভবন ধসে সরকারি হিসেবেই ১১৩৬ শ্রমিক নিহত হন।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরি ১ ৪/২৩